নয়াদিল্লি: কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তে ফের সমর্থন জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বললেন, দুর্নীতির বিরুদ্ধে এই পদক্ষেপের পক্ষেই তিনি।

প্রসঙ্গত, নোট বাতিল ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছে বিরোধী দলগুলি। কিন্তু নোটবন্দি-র পক্ষে পূর্ণ সমর্থন জানিয়েছেন নীতীশ। তিনি বলেন, এটি একটি ইতিবাচক পদক্ষেপ। এতে দেশের উপকারই হবে। দুর্নীতি এবং কালো টাকা সমাজের একটা বড় ক্ষত। তা নির্মূল করতেই হবে। প্রধানমন্ত্রী বেনামী সম্পত্তি বাজেয়াপ্ত করার টার্গেট নিয়েছেন। এটাই সময় দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।

নীতীশ আরও বলেন, এর আগেও দুর্নীতির অবসান ঘটাতে বহু পদক্ষেপ নেওয়া হয়েছে। এক্ষেত্রেও তাই কেন্দ্রের এই সিদ্ধান্তে সমর্থন জানাচ্ছি আমরা। দুর্নীতি দমনে যে পদক্ষেপই নেওয়া হোক, আমি তার পক্ষেই থাকব। এটা ইতিবাচক শুরু। সাধারণ মানুষের এতে সাময়িক অসুবিধা হলেও আদতে লাভই হবে। তবে বিরোধীদের উদ্দেশ্যে কোনও মন্তব্যই করেননি তিনি।