পটনা: নরেন্দ্র মোদীর প্রশংসা করায় শোকজ নোটিস দেওয়া হলেও তাকে পাত্তা না দিয়ে ফের প্রধানমন্ত্রীর গুণগান মহম্মদ তসলিমুদ্দিনের। রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর এই এমপি পূর্ব বিহারের ‘মুসলিম এলাকার’ জন্য মোদীর ‘কুর্নিশ করার মতো কাজ’-এর ভূয়সি প্রশংসা করেছেন আজও।
তাঁকে দলীয় নেতৃত্বের শো কজের প্রতিক্রিয়ায় তসলিমুদ্দিন বলেছেন, মোদী সরকার গত প্রায় দশ বছর ধরে আটকে থাকা আরারিয়ার রেল লাইনের জন্য ৫০০ কোটি টাকা দিয়েছে। কাজ শুরু হওয়ার মুখে। সুতরাং প্রধানমন্ত্রী আমার প্রশংসা পাবেন। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ করে মোদী পূর্ব বিহারের মানুষের বিরাট উপকার করেছেন বলে জানিয়েছেন তসলিমুদ্দিন। তাঁর কথায়, তহবিল ঘাটতির ফলে এএমইউয়ের উপাচার্য আমার কাছে এলে আমি কেন্দ্রীয় সরকারের শরণাপন্ন হই। তহবিল মঞ্জুর হয়। তবে কেন আমি প্রধানমন্ত্রীর প্রশংসা করব না?
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রশংসা করায় গতকালই তাঁকে শোকজ নোটিস দিয়েছেন আরজেডি-ক জাতীয় সম্পাদক এসএম কামার। শুধু মোদী-বন্দনাই নয়, নিজের দলের নীতিরও প্রকাশ্য সমালোচনা করেছেন তিনি। তাঁকে সাতদিন সময় দিয়েছে আরজেডি। তার মধ্যে জবাব না পাঠালে শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রাজনৈতিক মহলের ব্যাখ্যা, তসলিমুদ্দিন যে আরারিয়া কেন্দ্রের এমপি, সেখানকার মোট জনসংখ্যার ৩৫ থেকে ৭০শতাংশই মুসলিম। সেদিক থেকে শো কজ উপেক্ষা করে তাঁর মোদীর বন্দনায় সরব হয়ে ওঠার গভীর তাত্পর্য আছে বলে মনে করা হচ্ছে।
শোকজ উপেক্ষা করে মোদীর প্রশংসায় সরব লালুর দলের এমপি তসলিমুদ্দিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 May 2016 03:53 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -