ঔদ্ধত্যের পরাজয়, যশবন্তনগর থেকে জিতে অখিলেশকে ‘খোঁচা’ শিবপালের
Web Desk, ABP Ananda | 11 Mar 2017 07:03 PM (IST)
যশবন্তনগর: গেরুয়া ঝড়ের মধ্যেও নিজের গড় অক্ষত রাখতে পেরেছেন দলে কোণঠাসা হয়ে পড়া শিবপাল সিংহ যাদব। সমাজবাদী পার্টির শক্ত ঘাঁটি যশবন্তনগর কেন্দ্রে বড় ব্যবধানে জয় পেয়েছেন মুলায়ম সিংহ যাদবের ভাই। তাঁর জয়ের ব্যবধান ৫২,৬১৬। তবে গতবারের তুলনায় শিবপালের প্রাপ্ত ভোট সামান্য কমেছে। আজ দলের বিপর্যয়ের মধ্যেও নিজে জেতার পর অভ্যন্তরীণ দ্বন্দ্বের সঙ্গে নাম না করে অখিলেশ যাদবকে খোঁচা দিয়েছেন শিবপাল। তিনি বলেছেন, ‘এই পরাজয় সমাজবাদী পার্টি বা সমাজবাদীদের নয়। ঔদ্ধত্যের পরাজয় হয়েছে।’ অখিলেশের রোষে পড়ে মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পর দলে গুরুত্বহীন হয়ে পড়েন শিবপাল। এই নির্বাচন তাই তাঁর কাছে সম্মানরক্ষার লড়াই ছিল। মুলায়ম তাঁর হয়ে দুটি জনসভা করেন। এছাড়া গোটা প্রচারপর্বে একাই ছিলেন শিবপাল। তা সত্ত্বেও মানুষের সমর্থন পেয়েছেন তিনি। সেই কারণেই দলের একাংশের বাধা উপেক্ষা করে জয় পেলেন শিবপাল।