নয়াদিল্লি:  এবার থেকে ট্রেনেই হতে পারে ডেস্টিনেশন ম্যারেজ। ট্রেনের বগি ভাড়া নিয়ে সারতে পারেন বিয়ের অনুষ্ঠান।


দূরে কোথাও বিয়ে হলে, বরযাত্রী বা কনেযাত্রীদের নিয়ে যাওয়ার জন্যও ভাড়া নেওয়া যেতে পারে ট্রেনের বগি। স্টেশন থেকেও নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে রেলই। চাইলে পেয়ে যাবেন বাজেট অনুযায়ী বিয়ের ভোজের মেনুও। এমনকি নবদম্পতিকে মধুচন্দ্রিমায় যাওয়ার ব্যবস্থাও করে দেবে রেল। সম্প্রতি এই ব্যবস্থা চালু করেছে রেল মন্ত্রক। ব্যবস্থাপনার দায়িত্বে আইআরসিটিসি। চাহিদামতো পরিষেবা দিতে খুব শীঘ্রই চালু হবে অ্যাপও।