মুজফফরপুর: বিহারের মুজফফরপুরের শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল বা এসকেএমসিএইচ-এ এক মহিলার দেহ ময়নাতদন্তের জন্য আনা হল ময়লা ফেলার গাড়িতে করে। বিষয়টি নিয়ে হইচই পড়ে গিয়েছে রাজ্যের শিক্ষিত সমাজে, জেলা শাসক ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
ভবঘুরে ওই মহিলা বুধবার হাসপাতাল চত্বরেই একটি পার্কের পাশে মারা যান। সপ্তাহদুয়েক ধরে অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুর পর ২ হাসপাতাল কর্মী তাঁর দেহ ময়লা ফেলার গাড়িতে চড়িয়ে ময়নাতদন্তের জন্য নিয়ে আসেন। সংবাদমাধ্যম বিষয়টি লোকসমক্ষে আনায় পড়ে যায় হইচই। মুজফফরপুর জেলার সিভিল সার্জন জানিয়েছেন, ওই হাসপাতালে বেশ কয়েকটি মৃতদেহ বহনকারী ভ্যান আছে, তারপরেও কেন ময়লা ফেলার গাড়িতে ওই মহিলার দেহ আনা হল তা নিয়ে তদন্ত হচ্ছে।
হাসপাতালের এক কর্মী অভিযোগ করেছেন, অসুস্থ মহিলাটিকে কয়েকদিন ধরেই যন্ত্রণায় কাতরাতে দেখেন তিনি। হাসপাতালের চিকিৎসকদের জানিয়েওছিলেন কিন্তু কেউ তাঁকে দেখতে আসেননি।
বিহারে ময়নাতদন্তের জন্য ভবঘুরে মহিলার দেহ হাসপাতালে আনা হল নোংরা ফেলার গাড়িতে, তদন্তের নির্দেশ জেলা শাসকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Jun 2017 06:10 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -