মুম্বই: পাঁচ ঘণ্টার চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে এল মুম্বইয়ে কোলাবায় বহুতলের আগুন। এখন বহুতলটি ঠাণ্ডা করার কাজ চলছে।

আজ বিকেল সাড়ে চারটে নাগাদ আগুন লাগে দক্ষিণ মুম্বইয়ের অন্যতম ব্যস্ত এলাকা কোলাবা কজওয়ে-তে রিগাল সিনেমা হলের কাছে একটি বহুতলে। সারা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। খবর পেয়ে ছুটে আসে দমকল ও বিপর্যয় মোকাবিলা দল। বহুতলের ওপরের অংশেই আগুন লাগে বলে জানা যায়। ব্যস্ত এলাকার ওই বাড়িতে অনেক দোকান ঘর রয়েছে। এছাড়া অন্যান্য তলে বহু বাসিন্দারও বাস রয়েছে সেখানে।

প্রচুর দোকান থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খালি করে দেওয়া হয় এলাকা। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে, অনুমান দমকলের।

কোলাবা এলাকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বহুতল থেকে বহু বাসিন্দাকে বের করে আনা হয়েছে বলে জানা গিয়েছে।

ভিডিওতে দেখুন ঘটনাস্থলের ছবি