গাজিয়াবাদ:  গাজিয়াবাদের সাহিবাবাদে বিধ্বংসী আগুন। মৃত ১০। গুরুতর জখম আরও কয়েকজন। সাহিবাবাদের একটি জ্যাকেট তৈরির কারখানায় আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। মৃত্যু হয় ১০ জনের। কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।