নয়াদিল্লি: কেন্দ্রে এনডিএ সরকারের চতুর্থ বর্ষপূর্তিতে ট্যুইট করে দেশবাসীকে শুভেচ্ছা নরেন্দ্র মোদীর। দাবি করলেন, গত ৪ বছরে উন্নয়ন এক সচল গণ আন্দোলন হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী লিখেছেন, ২০১৪-র আজকের দিনেই ভারতের রূপান্তর, বদল ঘটানোর লক্ষ্যে কাজ করার জন্য যাত্রা শুরু করেছিলাম আমরা। গত চার বছরে উন্নয়ন এক সজীব গণ আন্দোলন হয়ে উঠেছে। প্রতিটি নাগরিক নিজেকে এই সমৃদ্ধির জয়যাত্রার অংশীদার বলে মনে করছেন। ১২৫ কোটি ভারতবাসী নতুন উচ্চতায় তুলে নিয়ে যাচ্ছেন ভারতকে। 'সাফ নিয়ত, সহি বিকাশ' হ্যাশট্যাগ ব্যবহার করে তিনি একগুচ্ছ চার্ট, গ্রাফিক্স, ভিডিও পোস্ট করে তাঁর সরকারের সাফল্যের খতিয়ান পেশ করেছেন। /code> ট্যুইটে লিখেছেন, আমার সরকারের ওপর অবিচল আস্থা রাখায় সহ নাগরিকদের সামনে শ্রদ্ধায় মাথা নত করছি। ওদের এই সমর্থন, ভালবাসাই গোটা সরকারের শক্তি, অনুপ্রেরণার সবচেয়ে বড় উত্স। তাঁর সরকার একই উদ্যম, দায়বদ্ধতা নিয়ে মানুষের সেবা করে যাবে বলেও জানান মোদী। লেখেন, আমাদের কাছে, সবসময় সবার আগে ভারত। মোদী দাবি করেন, তাঁর সরকার পূর্ণ সততা ও সবচেয়ে মহান উদ্দেশ্য সহ নানা 'ভবিষ্যতমুখী', 'জনমুখী সিদ্ধান্ত' নিয়েছে যেগুলি এক নয়া ভারতের ভিত গড়ে দিয়েছে।