সুশাসন, উন্নয়নের রাজনীতির প্রতি মানুষের প্রবল সমর্থন আছে, ভোটের ফলাফলে এটা স্পষ্ট বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। বলেন, এই দুই রাজ্যের কঠোর পরিশ্রমী বিজেপি কর্মকর্তাদের অকুর্নিশ জানাই। ওঁদের অন্তহীন চেষ্টার জন্যই এই চমত্কার জয় সম্ভব হল।
হিন্দিতে আরেকটি ট্যুইটে মোদী বলেছেন, উন্নয়নের জয় হল, গুজরাতও জিতল। ১৮ মাস দূরে সাধারণ নির্বাচনের আগে এই জয় বিজেপির শক্তি নিঃসন্দেহে বাড়িয়ে দিল বলে মনে করা হচ্ছে।
বিজেপি সভাপতি অমিত শাহ গুজরাত, হিমাচলে দলের সাফল্যকে পরিবারতন্ত্র, জাতপাত ও তোষণের রাজনীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের জয় বলে চিহ্নিত করেছেন। মোদীর জনপ্রিয়তা, কেন্দ্র ও রাজ্য সরকারের জনস্বার্থমুখী কাজের ফলশ্রুতিতে গুজরাতে দলের জয় এসেছে বলে ট্যুইট করেন তিনি। গুজরাতের মানুষ, দলীয় কর্মীদেরও ধন্যবাদ দেন তিনি।
.