মুম্বই: ফের হেলিকপ্টার-বিভ্রাটে দেবেন্দ্র ফঢ়ণবীশ। এই নিয়ে পাঁচবার কপ্টার-সমস্যায় পড়লেন তিনি।


খবরে প্রকাশ, মুম্বইয়ের ঠিক বাইরে ভায়ান্ডরে অবতরণ করার সময় হেলিকপ্টারের টেল রোটর একটি তারে আটকে যায়। অত্যন্ত সন্তর্পণে কপ্টারটিকে ল্যান্ডিং করান পাইলট। অল্পের জন্য বাঁচেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।


প্রসঙ্গত, এই প্রথমবার নয় যে ফঢ়ণবীশ এই পরিস্থিতির সম্মুখীন হলেন। গত ৯ ডিসেম্বরও নাসিক থেকে ওড়ার পর তাঁর হেলিকপ্টারকে জরুরি অবতরণ করতে হয়েছিল।


এর আগে গত ৭ জুলাই, মুম্বইয়ের নিকটে আলিবাগ থেকে ওড়ার ঠিক আগে, কপ্টারের টেল রোটরে প্রায় আটকে গিয়েছিলেন ফঢ়ণবীশ। উপস্থিত নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে তাঁকে সরিয়ে দেন।


তার আগে, ২৫ মে লাতুরে অবতরণ করার সময় হেলিকপ্টারের রোটর বিদ্যুতের তারে জড়িয়ে গেলে তা ভেঙে পড়ে। কপালজোরে বেঁচে যান ফঢ়ণবীশ।


তার ঠিক ১৫ দিন আগে, গড়চিরৌলিতে যাওয়ার সময় তাঁর হেলিকপ্টারে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়।