কানপুর (উত্তরপ্রদেশ) : ভগবানের দেখা পেতে ৮ এপ্রিল থেকে উপোস করে রয়েছেন উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা সুধাকর শুক্লা। তাঁর দাবি, তিনি ‘সমাধি’তে রয়েছেন। সুধাকরের বিশ্বাস ১৭ এপ্রিলের মধ্যে অবশ্যই ‘দেবী’র দেখা পাবেন তিনি।

সুধাকর জানিয়েছেন, স্বপ্নে এরকমই দেবীর নির্দেশ পেয়েছেন তিনি। তিনি বলেন, ১৭ এপ্রিল তিনি সমাধি থেকে বের হবেন। আমার ‘মাইয়ার’ (দেবীর) ওপর বিশ্বাস আছে। অবশ্যই দেখা পাব।