নয়াদিল্লি: বিমানসেবিকাকে ককপিটে বসতে দেওয়ায় ইতিমধ্যে বরখাস্ত হওয়া স্পাইসজেট কমান্ডারের লাইসেন্সও সাসপেন্ড করে দিল উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। ঘটনাটি ঘটেছিল বেসরকারি বিমান কোম্পানিটির ব্যাঙ্কক-কলকাতা ফ্লাইটে।
ওই কমান্ডার উড়ানের মধ্যেই ওই এয়ারহস্টেসকে ককপিটে ঢুকিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিলেন, যা উড়ান সংক্রান্ত নিয়মরীতির পরিপন্থী। শুধু তা-ই নয়, তিনি সহকারী পাইলটকেও বাধ্য করেন ককপিটের বাইরে বসতে। ফ্লাইটের চিফ এয়ারহস্টেস এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করার পর চাকরি থেকে বরখাস্ত করা হয় ওই পাইলটকে।
ডিজিসিএ বলেছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই পাইলটের উড়ান লাইসেন্স বাতিল করা হয়েছে। তিনি বেশ কিছুটা সময় ককপিটে ওই বিমানসেবিকার সঙ্গে কাটিয়েছিলেন। পাশাপাশি পাইলট-ইন-কমান্ডের সঙ্গে ককপিটে বসায় সাসপেন্ড করা হয়েছে সংশ্লিষ্ট বিমানসেবিকাকেও। বিমানের একটি প্রান্তের দরজার কাছে তাঁর ডিউটি ছিল।
লাইসেন্স বাতিল হওয়ার ফলে সাময়িক বিমান চালাতে পারবেন না ওই কমান্ডার।
প্রসঙ্গত, ডিজিসিএ যে উড়ান নিরাপত্তার বিধি তৈরি করেছে, তাতে ককপিটের ভিতরে একমাত্র ডিজিসিএ-র কর্মকর্তা বা তাদের মনোনীত লোকজন ছাড়া আর কেউই থাকতে পারেন না।
স্পাইসজেট আগেই জানিয়ে দিয়েছিল, ডিজিসিএ-র নিরাপত্তা বিধি লঙ্ঘন করায় নির্দিষ্ট প্রক্রিয়া-পদ্ধতি মেনে ওই কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে।
ককপিটে এয়ারহস্টেস: লাইসেন্সও সাসপেন্ড বরখাস্ত হওয়া পাইলটের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Apr 2016 11:25 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -