ধানবাদ: কেন্দ্রের ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পের প্রচারে নবরাত্রিতে ধানবাদের এক হাসপাতাল অভিনব উপহার দেওয়ার সিদ্ধান্ত নিল। নবরাত্রির শুভ লগ্নে যাঁদের কন্যাসন্তান হবে, তাঁদের সমস্ত পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে।

সূত্রের খবর, এরমধ্যেই ২৪ জন মহিলাকে এই বিশেষ সুবিধা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যেহেতু নবরাত্রি উত্সব শুরু হয়েছে গত ২১ সেপ্টেম্বর থেকে, সেদিন থেকেই কার্যকর হয়েছে হাসপাতালের এই নয়া নিয়ম। হাসপাতালের চেয়ারম্যান ডক্টর ওপি অগ্রবাল জানিয়েছেন, যেসমস্ত মহিলারা এই সময় কন্যা সন্তানের জন্ম দেবে তাঁদের শুধু বিনামূল্যে পরিষেবা নয়, একটি কিটও উপহার দেওয়া হবে যেটা সদ্য মা এবং সন্তানদের দরকার লাগে।

প্রতিদিন এই নার্সিংহোমে ১২ থেকে ১৫ সদ্যোজাত শিশুর জন্ম হয়। প্রতি বেড পিছু তিনশো থেকে পাঁচশো টাকা চার্জ করা হয়। তবে শুধু নবরাত্রি নয়, ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পকে প্রচারে রাখতে সারা বছর নানা কর্মশালারও আয়োজন করে এই হাসপাতাল কর্তৃপক্ষ।