পানাজি: তর্ক নয়, একমাত্র আলোচনার মাধ্যমেই ‘পদ্মাবতী’ বিতর্কের সমাধান বের করতে হবে। এমনটাই মনে করছেন সেন্সর বোর্ডের প্রধান প্রসূণ জোশী।
বোর্ডের প্রধান হিসেবে জোশীর প্রথম বড় পরীক্ষা হতে চলেছে সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ছবিটি। সোমবার, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (আইএফএফআই)-এর উদ্বোধনী অনুষ্ঠানের ফাঁকে জোশী বলেন, আমরা প্রক্রিয়া মোতাবেক চলছি। এই ইস্যুর সমাধান আলোচনার মাধ্যমেই বের করতে হবে। তর্ক করে কোনও লাভ নেই।
চিতোরের রানীর প্রেক্ষাপটে নির্মিত ছবিতে ইতিহাসের ঘটনার বিকৃতি ঘটানো হয়েছে দাবি তুলে ছবির মুক্তি বিরোধিতা করে চলেছে রাজপুত সম্প্রদায় এবং রাজনৈতিক গোষ্ঠী সহ বিভিন্ন সংগঠন। বহু সংগঠন ছবির অন্যতম অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, অভিনেতা রণবীর সিংহ এবং পরিচালককে হত্যা করার ফতোয়া জারি করেছে।
এই প্রেক্ষাপটে সেন্সর বোর্ড ইতিমধ্যেই ছবির আবেদন ফেরত পাঠিয়েছে। আগামী ১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল ‘পদ্মাবতী’ ছবিটির। কিন্তু, প্রজোযনা সংস্থার তরফে গতকালই জানিয়ে দেওয়া হয়েছে, তারা ছবির মুক্তি আপাতত স্থগিত রাখছে। যদিও, শেষমেশ ছবিটি মুক্তি পাবে বলে আশাপ্রকাশ করেছেন অভিনেতা শাহিদ কপূর।