নয়াদিল্লি: বছরের প্রথম দিনে দক্ষিণ দিল্লির একটি পাঁচতারা হোটেলে চুরি হল এক দম্পতির মহার্ঘ হীরের আংটি। পুলিশ জানিয়েছে, গত ৩১ ডিসেম্বর স্ত্রীকে সঙ্গে নিয়ে নববর্ষ উদযাপন করতে চানক্যপুরীর ওই হোটেলে ওঠেন সমীর চৌধুরী নামে এক ব্যক্তি।  নববর্ষ উদযাপনের দেরী থাকায় তাঁরা হোটেলের একটি রুম ভাড়া নেন এবং রাতটা সেখানেই থেকে যান।

১ জানুয়ারি তাঁরা হোটেল ছাড়েন। হোটেল থেকে কিছুদূর যাওয়ার পরই সমীরের স্ত্রী বুঝতে পারেন যে, তাঁর আঙুলে আংটি নেই। সঙ্গে সঙ্গেই তাঁরা হোটেলে ফিরে যান এবং বিষয়টি হোটেল কর্মীদের জানান।

সমীর পুলিশের কাছেও অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত করছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।