মুম্বই: কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের আগে এনসিপি প্রধান শরদ পওয়ার ও তাঁর মেয়ে সুপ্রিয়া সুলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী সুপ্রিয়াকে মন্ত্রী করার প্রস্তাবও দেন। তবে সেই প্রস্তাবে রাজি হননি সুপ্রিয়া। তিনি প্রধানমন্ত্রীর সামনেই বলেন, বিজেপি-র সঙ্গে হাত মেলাবেন না। দলীয় নেতা সঞ্জয় রাউতকে উদ্ধৃত করে এমনই লেখা হয়েছে শিবসেনার মুখপত্র সামনায়। সুপ্রিয়া অবশ্য শিবসেনা নেতার এই দাবি অস্বীকার করেছেন। তাঁর পাল্টা দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখাই করেননি।
বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরেই বিজেপি-র বিরুদ্ধে প্রকাশ্যেই সরব শিবসেনা। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শরিক দলের কাউকে মন্ত্রী না করা হওয়ায় বিজেপি-র বিরুদ্ধে তোপ দাগে সবচেয়ে পুরনো জোটসঙ্গী। ভবিষ্যতে দু দলের জোট থাকবে কি না, সে বিষয়ে জল্পনা তৈরি হয়েছে। কেন্দ্রে এনডিএ জোটের সঙ্গী শিবসেনা। তবে তাদের মাত্র একজন মন্ত্রী। মহারাষ্ট্রেও বিজেপি-শিবসেনা জোট সরকার। শিবসেনা সমর্থন প্রত্যাহার করলে মহারাষ্ট্র সরকার সংখ্যালঘু হয়ে পড়বে। সেই কারণে এনসিপি-কে সম্ভাব্য জোটসঙ্গী হিসেবে দেখছে বিজেপি। রাজনৈতিক মহলে এমনই খবর ভাসছে। শিবসেনা আবার ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে ১৮ দলের বিরোধী জোটে থাকবে বলে জানিয়ে দিয়েছে।
এই পরিস্থিতিতে সামনায় প্রকাশিত হওয়া এই প্রতিবেদন ঘিরে বিতর্ক শুরু হয়েছে। এনসিপি নেতা নবাব মালিক অবশ্য এতে বিতর্কের কিছু দেখছেন না। তাঁর দাবি, ‘সামনায় প্রকাশিত প্রতিবেদনেই লেখা হয়েছে, শরদ পওয়ার বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের দেখা করার খবর গুজব। সুপ্রিয়া সুলেও বিজেপি-তে যোগ দিতে অস্বীকার করেছেন। বিজেপি-র সঙ্গে আমাদের আদর্শগত পার্থক্য আছে। আমরা বিজেপি-র সঙ্গে জোট করব না।’
শিবসেনা মুখপাত্র মণীষা কায়াণ্ডে পাল্টা বলেছেন, প্রধানমন্ত্রীই বলেছেন শরদ পওয়ার তাঁর রাজনৈতিক গুরু। হয়তো সেই কারণেই এনসিপি নেতার সঙ্গে দেখা করেন মোদী। তাঁদের জোটও হতে পারে।
মন্ত্রী হওয়ার প্রস্তাব দেন মোদী, দাবি শিবসেনার, অস্বীকার সুপ্রিয়া সুলের
Web Desk, ABP Ananda
Updated at:
11 Sep 2017 03:50 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -