লখনউ: বিজেপির বিরুদ্ধে ওঠা বিরোধী দলগুলিতে বিদ্রোহ ধরানোর যাবতীয় অভিযোগ খারিজ করলেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তাঁর দাবি, দলের বিরুদ্ধে অপপ্রচার চলছে।

সোমবার ছিল তাঁর তিনদিনের বিহার সফরের শেষদিন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত জানিয়ে দেন, দুর্নীতির সঙ্গে আপস করতে যাতে করতে না হয়, তার জন্যই পদত্যাগ করেন তিনি।

সম্প্রতি, উত্তরপ্রদেশের বিধান পরিষদ থেকে তিন পারিষদ (২ জন সমাজবাদী পার্টি ও একজন বহুজন সমাজ পার্টির) ইস্তফা দিয়েছেন। যদিও বিজেপি রাজ্যসভা প্রার্থী জানিয়ে দেন, এই বিষয়ে তাঁর কিছুই জানা নেই।

তিনি বলেন, যাঁরা অন্য রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন, তাঁরা নির্বাচনের সময় করেছেন। কিন্তু, দলের বিরুদ্ধে অপপ্রচার চলছে। অমিতের দাবি, তাঁর দল অন্য দলে বিদ্রোহ করাচ্ছে না। তিনি জানিয়ে দেন, অন্য দলে ভাঙন ধরাতে সরকারি মেশিনারিকে ব্যবহার করছে না বিজেপি।