বেঙ্গালুরু: পথ নিরাপত্তা ও যান চলাচল বিভাগে বদলি করে দেওয়া হল ডিআইজি ডি রূপাকে। সম্প্রতি তিনি এআইএডিএমকে প্রধান ভি কে শশীকলার বিরুদ্ধে বেঙ্গালুরু সেন্ট্রাল জেলে অন্যায়ভাবে বাড়তি সুযোগ-সুবিধা নেওয়ার কথা ফাঁস করেন। ডিজিপি (কারা) সত্যনারায়ণ রাওকে চিঠি দিয়ে দু কোটি টাকা ঘুষের অভিযোগও করেন রূপা। তাঁর এই অভিযোগ মানতে রাজি হননি সত্যনারায়ণ। এরপরেই বদলি করে দেওয়া হল রূপাকে। তাঁকে কর্তব্য পালন করার খেসারত দিতে হল।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছিলেন, তিনি এই ঘটনার তদন্তের নির্দেশ দেবেন। এ মাসের ১৩ তারিখ উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেয় রাজ্য সরকার। কিন্তু পরের দিনই সংবাদমাধ্যমে মুখ খোলা নিয়ে রূপাকে নোটিস দেওয়া হয়। সিদ্দারামাইয়া বলেন, রূপা সংবাদমাধ্যমকে তাঁর অভিযোগের কথা জানিয়ে নিয়ম লঙ্ঘন করেছেন। রূপা অবশ্য নিজের বক্তব্যে অনড়।
জেলে শশীকলার অন্যায় সুবিধা নেওয়ার কথা ফাঁস করে বদলি ডিআইজি রূপা
Web Desk, ABP Ananda
Updated at:
17 Jul 2017 02:39 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -