অনুপ্রেরণা মোদী, অতিথিদের পুষ্পস্তবকের বদলে বই, সিদ্ধান্ত উত্তরাখণ্ড সরকারের
Web Desk, ABP Ananda | 27 Jun 2017 07:46 PM (IST)
দেহরাদুন: গত ১৭ জুনের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অতিথিদের অভ্যর্থনা জানাতে বই দেওয়ার রীতি চালু করার প্রস্তাব দেন। সেইমতো উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত নির্দেশ দিয়েছেন, চিরাচরিত কায়দায় বিশিষ্ট মানুষদের স্বাগত জানানোর রীতি বদলাতে হবে। রাজ্যে এলে তাঁদের হাতে ফুলের বদলে তুলে দিতে হবে বই। আর সেই বই হতে হবে রাজ্যের ইতিহাস, সংস্কৃতি, সামাজিক পরিস্থিতি, ভূগোলের ওপর। এদিন নয়া নির্দেশ জারি করার আগেই গতকাল এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দ সমর্থন জোগাড় করতে উত্তরাখণ্ড এলে তাঁকে উত্তরাখণ্ডের ইতিহাস সংক্রান্ত বই উপহার দেন মুখ্যমন্ত্রী। উত্তরাখণ্ড সরকারের সিদ্ধান্ত সম্পর্কে আপনাদের মতামত জানান নীচের কমেন্টস বক্সে