নয়াদিল্লি: ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের পর ডিজিটাল পেমেন্টে উৎসাহ দিতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য দুটি লটারি আয়োজন করেছিল কেন্দ্রীয় সরকার। সেই লটারিতে বিজয়ীদের নাম ঘোষণা করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মোট ৬ জন পুরস্কার পাচ্ছেন। তাঁদের মধ্যে এক কোটি টাকা পাবেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এক গ্রাহক। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে যথাক্রমে ৫০ লক্ষ ও ২৫ লক্ষ টাকা পুরস্কার পাচ্ছেন অন্য দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দু জন গ্রাহক।
লটারি জেতা তিন ব্যবসায়ীকে যথাক্রমে ৫০ লক্ষ, ২৫ লক্ষ ও ১২ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এ মাসের ১৪ তারিখ নাগপুরে অম্বেদকর জয়ন্তীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গত বছরের ২৫ ডিসেম্বর লাকি গ্রাহক যোজনা ও ডিজি ধন ব্যাপার যোজনার কথা ঘোষণা করে। এরপর রুপে ডেবিট কার্ড থেকে পেমেন্ট করা তিন গ্রাহক পুরস্কার পাচ্ছেন। প্রথম পুরস্কার জেতা ব্যক্তি মাত্র ১,৫৯০ টাকা প্রদান করেছিলেন। কিন্তু সেই পেমেন্টের ফলেই তিনি এক কোটি টাকা পাচ্ছেন। তবে পুরস্কার জেতা ব্যক্তিদের নাম এখনও ঘোষণা করা হয়নি। লেনদেনের নম্বরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ডেবিট কার্ডের নম্বর মিলিয়ে দেখার পরেই নাম ঘোষণা করা হবে।
কেন্দ্রের ডিজিটাল পেমেন্ট লটারিতে এক কোটি টাকা জিতলেন এক গ্রাহক
Web Desk, ABP Ananda
Updated at:
09 Apr 2017 07:50 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -