ভোপাল: মধ্যপ্রদেশে ফাঁস আইএসআই চরচক্র। ১১ জনকে গতকাল রাজ্যের নানা জায়গা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পাকিস্তান থেকে চালানো হত চক্রটিকে। সন্ত্রাস দমন শাখা (এটিএস) জানিয়েছে, চক্রের সদস্যদের কাজ ছিল এ দেশের কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সংক্রান্ত কার্যালয়গুলি সম্পর্কে তথ্য জোগাড় করা। এটিএস প্রধান সঞ্জীব স্বামী জানিয়েছেন, ধৃতদের একজনের নাম বলরাম। গত নভেম্বরে সীমান্তের ওপারে এ দেশের কৌশলগত গুরুত্বপূর্ণ নানা প্রতিষ্ঠানের গোপন খবর পাচার করার অভিযোগে জম্মু ও কাশ্মীরের আরএস পুরা সেক্টরে সতবিন্দর সিংহ ও দাদু নামে দুজন ধরা পড়ে। জেরায় তারা জানায়, সেনা ও অন্যান্য নিরাপত্তাবাহিনীর লোকেশন সংক্রান্ত নানা গোপন তথ্য সংগ্রহ করে সোস্যাল নেটওয়ার্কিং অ্যাপের মাধ্যমে পাকিস্তানে পাচার করে। তদন্তে উঠে আসা বলরামের নাম। সতনা থেকে ধরা পড়ে সে। বাকিদের ধরা হয় গোয়ালিয়র, ভোপাল, জব্বলপুর থেকে। তবে বলরাম ছাড়া বাকিদের নাম তদন্তের ক্ষতি হতে পারে, এই কারণ দেখিয়ে প্রকাশ করেনি এটিএস।


এদিকে চরচক্র ফাঁস হওয়া নিয়ে আজ ট্যুইটারে বোমা ফাটিয়ে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহের দাবি, ভোপালে ধৃত ১১ আইএসআই এজেন্টের মধ্যে একজন মুসলিমও নেই। কিন্তু একজন বিজেপির লোক আছে। অতএব মোদী ভক্তরা, বিষয়টা ভাবুন! মন্তব্য করেছেন তিনি। তবে পাল্টা রাজ্য বিজেপি সভাপতি নন্দকুমার চৌহানের মন্তব্য, আমাদের কাছে একটা ডাকাত যেমন ডাকাতই, তেমনই সন্ত্রাসবাদীও তা-ই। বিশ্বাসঘাতকও বিশ্বাসঘাতকই। আমাদের পার্টি এ ধরনের লোকজনের বিরোধী। আমাদের কাছে আগে দেশ। চাই, এধরনের লোকজনের কড়া সাজা হোক।