নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা ট্যুইট রিট্যুইট করে বিতর্কে জড়ালেন প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ। যদিও তিনি পরে ওই মন্তব্য সমর্থন করার কথা অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি রিট্যুইট করেছেন মাত্র। নিজে কোনও ট্যুইট করেননি। যদিও বিজেপি দিগ্বিজয়ের পাল্টা সমালোচনা করে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে।

 



সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ড নিয়ে আরএসএস, বিশ্বহিন্দু পরিষদ ও প্রধানমন্ত্রীর ভূমিকার নিন্দা করে ট্যুইট করেন ধর্মগুরু আচার্য প্রমোদ। তাঁর ট্যুইটগুলি রিট্যুইট করে সমালোচনার মুখে পড়েন দিগ্বিজয়। তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ অস্বীকার করেন। যদিও নিজে ট্যুইট করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশবাসীকে বোকা বানানোর অভিযোগ করেছেন এই কংগ্রেস নেতা। কংগ্রেসের একটি ট্যুইটও রিট্যুইট করেছেন দিগ্বিজয়। সেই ট্যুইটে মায়ানমারের রোহিঙ্গা সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব না হওয়ার অভিযোগ করা হয়েছে।









এই ট্যুইট এবং রিট্যুইটের জন্য দিগ্বিজয়ের সমালোচনা করে বিজেপি মুখপাত্র জিভিএল নরসিংহ রাও কটাক্ষের সুরে বলেছেন, একের পর এক নির্বাচনে হারের ফলেই দিগ্বিজয়ের মতো বিরোধী নেতারা সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করে চলেছেন। প্রধানমন্ত্রী দেশের মানুষের ভোটে জিতে ক্ষমতায় এসেছেন। তাই তাঁর বিরুদ্ধে এই ধরনের মন্তব্য ১৩০ কোটি ভারতীয়কে অপমান। এর জন্য কংগ্রেসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।