নয়াদিল্লি: একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের অ্যাঙ্করের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করেছেন বলে প্রচার করার জন্য ক্ষমা চেয়ে নিলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ। সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ডের প্রতিবাদে নয়াদিল্লির প্রেস ক্লাবে আয়োজিত প্রতিবাদ সভায় ওই অ্যাঙ্কর বলেছিলেন, গৌরী খুন হওয়ায় যাঁরা উল্লসিত এবং এর পক্ষে সাফাই দিচ্ছেন, তাঁদের একজনকে ট্যুইটারে ফলো করেন প্রধানমন্ত্রী। ইউটিউবে ছড়িয়ে পড়া ওই ভিডিও পোস্ট করেন দিগ্বিজয়। কিন্তু ভিডিওটির শিরোনামের সঙ্গে বিষয়বস্তুর কোনও মিল নেই। সেই কারণেই ক্ষমা চেয়েছেন দিগ্বিজয়।

মঙ্গলবার বেঙ্গালুরুতে নিজের বাড়িতেই খুন হন গৌরী। তিনি বিজেপি, আরএসএস ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব ছিলেন। হিন্দুত্ববাদীরাই তাঁকে খুন করেছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছে। গৌরীর হত্যাকাণ্ডকে সমর্থন করা ব্যক্তিদের প্রধানমন্ত্রী ফলো করায় সমালোচনার ঝড় উঠেছে। যদিও বিজেপি-র পক্ষ থেকে পাল্টা বলা হয়েছে, প্রধানমন্ত্রী যাঁদের ফলো করেন, তাঁদের আচরণের দায় তাঁর নয়।