নয়াদিল্লি: মারা গেলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহের মেয়ে কর্ণিকা সিংহ।
বেশ কিছুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। আজ ভোর ৫ টা নাগাদ একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর আমেরিকায় তাঁর চিকিতসাও চলছিল।
দিগ্বিজয়ের চার মেয়ের মধ্যে তিনিই ছিলেন কনিষ্ঠ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৭ বছর।
কর্ণিকার মৃত্যুতে শোক জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী, কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। দিগ্বিজয়ের বাড়িতে যান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ।
২০১৩ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন দিগ্বিজয়ের প্রথম স্ত্রী, কর্ণিকার মা আশাদেবী। এবার মারণ রোগ প্রাণ কাড়ল তাঁর মেয়েরও।
ক্যান্সারে মারা গেলেন দিগ্বিজয় সিংহের মেয়ে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Apr 2016 12:29 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -