নয়াদিল্লি: ফের দলকে অস্বস্তিতে ফেললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিংহ। জম্মু ও কাশ্মীরের চলতি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করতে গিয়ে ‘ভারত অধিকৃত কাশ্মীর’ বলে ফেললেন তিনি। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেসের এই প্রবীণ নেতা মুখ ফস্কে জম্মু ও কাশ্মীরকে ‘ভারত অধিকৃত কাশ্মীর’ বলে উল্লেখ করলেন। পরে অবশ্য সাফাই দেন যে, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।
দিগ্বিজয় মোদীকে আক্রমণ করে বলেন, ‘প্রধানমন্ত্রী পাক অধিকৃত কাশ্মীর নিয়েই অধিক উদ্বিগ্ন। প্রধানমন্ত্রী পাক অধিকৃত কাশ্মীর ও বালুচিস্তানে বসবাসকারী মানুষদের ধন্যবাদ জানাচ্ছেন। কিন্তু তিনি কাশ্মীরীদের সঙ্গে কথা বলতে তৈরি নন। এই অঞ্চলের মানুষের, সে পাক অধিকৃত কাশ্মীরই হোক বা ভারত অধিকৃত কাশ্মীর, আস্থা অর্জন করতে হলে তা আলোচনার মাধ্যমেই করতে হবে’।
নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই তিনি ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেন। দিগ্বিজয় বলেন, ‘আমি বললাম যে, প্রধানমন্ত্রী মোদী ভারতের কাশ্মীর সম্পর্কে উদ্বিগ্ন নন। তিনি পাক অধিকৃত কাশ্মীর নিয়ে উদ্বিগ্ন। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ’।
মুখ ফস্কে ‘ভারত অধিকৃত কাশ্মীর’ বলে অস্বস্তিতে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ
ABP Ananda, web desk
Updated at:
18 Aug 2016 10:44 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -