১৫ অগস্ট দিলীপ কুমারের দুই ভাই এহসান খান ও আসলাম খানের করোনা রিপোর্ট পজিটিভ আসে। লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। ২১ আগস্ট মারা যান আসলাম। বৃহস্পতিবার টুইটারে ফারুকি লেখেন, ’’দিলীপ সাবের সবচেয়ে ছোট ভাই, কয়েক ঘণ্টা আগেই মারা গিয়েছেন। কিছুদিন আগে আসলাম খান মারা গিয়েছিলেন। আমরা ঈশ্বরের কাছ থেকে আসি, আবার তাঁর কাছে ফিরে যাই। ওদের( আসলাম, এহসান) জন্য প্রার্থনা করুন।‘‘
আসলামের মৃত্যুর খবরও জানিয়েছিলেন ফারুকিই। আসলাম নিউমোনিয়া, ডায়াবেটিস, হাইপারটেনশনে ভুগছিলেন, হৃদযন্ত্রেও সমস্যা ছিল বলে জানিয়েছিলেন তাঁর চিকিৎসক। মাল্টিঅরগ্যান ফেলিওর হয়েই আসলাম মারা গিয়েছিলেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছিল।
মহামারী দেখা দেওয়ার পর থেকে অতি সতর্ক দিলীপ কুমার নিজেও। মার্চে লকডাউন ঘোষণা হওয়ার পরেই ৯৭ বছর বয়সি অভিনেতা নিজে জানিয়েছিলেন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সম্পূর্ণ হোম আইসোলেশন ও কোয়ারান্টিনে রয়েছেন তিনি ও তাঁর স্ত্রী সায়রা বানু। একটি আলাদা পোস্টে তাঁর অনুরাগী-ভক্তদের যতটা সম্ভব বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছিলেন তিনি।