নয়াদিল্লিতে কালামের স্থায়ী স্মারক কেন্দ্র তৈরি করছে দিল্লি সরকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Apr 2016 03:35 PM (IST)
নয়াদিল্লি: প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের স্থায়ী স্মারক কেন্দ্র তৈরি করছে অরবিন্দ কেজরীবাল সরকার। রাজধানীর এক জনপ্রিয় বাজার এলাকায় কালামের স্মৃতিতে ওই সৌধ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে ঠাঁই পাবে বইপত্র, কালামের প্রিয় বাদ্যযন্ত্র সহ তাঁর ব্যবহার করা বিভিন্ন সামগ্রী। দিল্লির সংস্কৃতিমন্ত্রী কপিল মিশ্র জানিয়েছেন, তিনি কালামের সব ব্যক্তিগত সামগ্রী ফিরিয়ে আনত আগামীকাল রামেশ্বরম যাচ্ছেন। সেখানে তাঁর পারিবারিক ভিটেয় কালামের বইপত্র, বীণা, চশমা সব রাখা আছে। তাঁর মৃত্যুর পরই রাজধানীতে কালামের ১০, রাজাজি মার্গের বাসভবন থেকে তাঁর ব্যবহার করা সব জিনিসপত্র রামেশ্বরমে পাঠিয়ে দিয়েছিল কেন্দ্র। ট্রাকে চাপিয়ে সেইসব সামগ্রী দিল্লি নিয়ে আসা হবে বলে জানান কপিল। ২৭ জুলাই পর্যন্ত সেগুলি রাখা হবে দিল্লি বিধানসভার ভিতরে। তারপর সেগুলির স্থায়ী ঠিকানা হবে দিল্লি হাট, আইএনএ। সেখানেই গড়ে উঠছে কালামের স্মারক কেন্দ্র। প্রসঙ্গত, কেন্দ্রের সরকার কালামের মৃত্যুর পর তাঁর ১০ রাজাজী মার্গের সরকারি বাসভবনটি কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মাকে বরাদ্দ করায় তীব্র প্রতিবাদ করেছিলেন কপিল।