নয়াদিল্লি: দলিতরা যে সমান গুরুত্বপূর্ণ, সেটা বোঝাতে, সম্প্রতি বিজেপির বেশ কিছু শীর্ষ স্থানীয় নেতা দলিতদের বাড়ি গিয়ে খাওয়াদাওয়া করে আসেন। এবার সেই ঘটনার কথা উল্লেখ করেই বিজেপি সাংসদ উদিত রাজের মন্তব্য, শুধুমাত্র দলিতদের বাড়িতে গিয়ে খেলেই এই সম্প্রদায়ের মানুষের সমস্যার সমাধান হবে না। দলিত সম্প্রদায়ের মানুষের কী অসুবিধা, সমস্যা সেই বিষয়গুলো আগে ভালভাবে বুঝতে হবে। তিনি আরও বলেন আশি বা নব্বইয়ের দশকে ঠিক যে ধরনের সমস্যার সম্মুখীন হতে হত দলিতদের, এখন সেটা সম্পূর্ণ বদলে গিয়েছে।

নিজের বাড়িতে এক সাংবাদিক বৈঠকে, দলিতদের প্রতিনিধি বিজেপির এই সাংসদ হুঁশিয়ারি দিয়ে বলেন, যাঁরা দলিতদের সমস্যা গভীরে গিয়ে বুঝবেন না, তাঁদের বহু সমস্যার সম্মুখীন হতে হবে। তিনি বলেন তফসিলি জাতি ও উপজাতিদের সমস্যা যে প্রেক্ষাপট থেকে বিচার করা হয়, তার সঙ্গে বাস্তব পরিস্থিতির কোনও সম্পর্কই নেই।

এপ্রসঙ্গে গত দোসরা এপ্রিল যেভাবে দেশজুড়ে দলিত ও আদিবাসীরা প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন, সেকথা উল্লেখ করে উদিত রাজ বলেন, তাঁদের দাবি বদলে গিয়েছে। দলিত সম্প্রদায়ের মানুষ একবারও প্রতিবাদের সময় উচ্চসম্প্রদায়ের মানুষকে তাঁদের বাড়িতে এসে খেতে বলেননি। তাঁরা চান, সম্মান, চাকরি এবং সব জায়গায় সমান অধিকার। একজন দলিতের বাড়িতে বসে খাবার খাওয়া, আর একজন ডাক্তারের পেটের অসুখে আক্রান্ত অসুস্থ রোগীকে ওষুধ দেওয়া একই ব্যাপার। কিন্তু এভাবে দলিত পরিবার বা রাজনীতিবিদ, উভয়পক্ষের কারও কোনও লাভ হয় না।  দলিতদের ক্ষমতায়নও হয় না, রাজনীতিকদেরও কোনও লাভ হয় না, মন্তব্য উদিত রাজের।