নয়াদিল্লি: রাষ্ট্রপুঞ্জে স্থায়ী ভারতীয় মিশনের ফার্স্ট সেক্রেটারি ইনাম গম্ভীরের মোবাইল ফোন ছিনতাই হল রাজধানীতে।

দেশের প্রথম সারির এই মহিলা কূটনীতিকের সঙ্গে এই ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায়। পুলিশ জানিয়েছে, মায়ের সঙ্গে দিল্লির রোহিনী অঞ্চলে ঘুরতে গিয়েছিলেন ইনাম।

অভিযোগ, সেই সময় তাঁর কাছ থেকে দিকনির্দেশ জানার অছিলায় তাঁর মোবাইল ছিনতাই করে পালায় দুই মোটরসাইকেল আরোহী।

ইনামের দাবি, আলো না থাকায় তিনি বাইকের নম্বর দেখতে পারেননি। পুলিশের কাছে অভিযোগে ইনাম জানিয়েছেন, দুই দুষ্কৃতী তাঁকে হনুমান মন্দিরের দিক সম্পর্কে জানতে চায়।

যে হাতে মোবাইল ফোন ছিল, সেই হাতেই তিনি মন্দির যাওয়ার রাস্তা দেখাতে থাকেন। সেই সময়ই, আচমকা এক দুষ্কৃতী হাত থেকে ফোন ছিনিয়ে নেয়। সঙ্গে সঙ্গেই বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

গত সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় পাকিস্তানকে কড়া সুরে আক্রমণ করেছিলেন ইনাম। ওই সম্মেলনে বক্তব্য রাখার সময়ে কাশ্মীর ইস্যু উত্থাপন করেন পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি। জবাবে, পাকিস্তানকে ‘টেররিস্তান’ বলে কটাক্ষ করেছিলেন ইনাম।

প্রসঙ্গত, এই প্রথম নয়। সেপ্টেম্বরেই দিল্লির লাল কেল্লায় ছবি তোলার অছিলায় ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পোলখার ফোন ছিনতাই করে পালায় এক দুষ্কৃতী।