তথ্যের অধিকার আইনে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছ থেকে শিখ-বিরোধী দাঙ্গায় ক্ষতিপূরণ প্রাপকদের নাম, ঠিকানা, গণহত্যায় সংশ্লিষ্ট পরিবারের কার মৃত্যু হয়েছে এবং কী ক্ষতিপূরণ দেওয়া হয়েছে সেটা বিস্তারিতভাবে জানতে চেয়েছিলেন নবদীপ। কিন্তু তাঁকে কিছুই জানায়নি স্বরাষ্ট্রমন্ত্রক। এরপরেই তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেন নবদীপ।
স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে অবশ্য তথ্য কমিশনকে জানানো হয়, নবদীপের প্রশ্নের জবাব না দেওয়ার পিছনে কোনও অসাধু উদ্দেশ্য ছিল না। প্রক্রিয়াগত ত্রুটির কারণেই নবদীপকে সময়মতো জবাব দেওয়া সম্ভব হয়নি। এই জবাব শোনার পর তথ্য কমিশনার বলেন, ‘পিআইও-কে আইনানুযায়ী দু’সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিচ্ছে কমিশন। পিআইও-র জবাবে যদি অভিযোগকারী সন্তুষ্ট না হন, তাহলে তিনি ফের কমিশনের দ্বারস্থ হতে পারবেন।’