নয়াদিল্লি: পাক অধিকৃত কাশ্মীরে সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের সত্যতা নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁদের একহাত নিলেন কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। তাঁর দাবি, এ বিষয়ে আর আলোচনা চাইছে না কেন্দ্র। কারণ, সেটা হলে সেনাবাহিনীর প্রশংসনীয় কাজের অপমান করা হবে।


কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম ট্যুইটারে অভিযোগ করেছেন, জঙ্গি শিবিরে সার্জিক্যাল স্ট্রাইকের খবর ভুয়ো। জাতীয় স্বার্থ নিয়ে রাজনীতি করছে বিজেপি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছেন। এই রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই আজ নাইডু কংগ্রেস ও আপ-এর উদ্দেশে তোপ দেগে বলেছেন, ‘এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য ও দাবির জবাব দেওয়ার কোনও প্রয়োজন নেই। সৌভাগ্যবশত কংগ্রেসও নিজেদের ভুল বুঝতে পেরেছে এবং তাদের নেতার মন্তব্য থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। আপ-ও নিজেদের মনোভাব স্পষ্ট করেছে।’

নাইডু আরও বলেছেন, ‘কয়েকজন রাজনীতিবিদ পাকিস্তানের ভাষায় কথা বলছেন। আমার মনে হয় সেনাবাহিনীর বিশ্বাসযোগ্যতা ও দায়বদ্ধতা নিয়ে দেশের নাগরিকদের কোনও সন্দেহ নেই। শুধু পাকিস্তানই অন্য কথা বলছে। কারণ, ওদের এছাড়া কোনও উপায় নেই। নিজেদের নাগরিকদের শেষকৃত্য সম্পন্ন করার অবস্থাতেও নেই পাকিস্তান। এটাই ওদের সংস্কৃতি।’

নাইডু স্পষ্ট করে দিয়েছেন, ভারত কোনও দেশের সঙ্গেই যুদ্ধ চায় না। তবে যদি ক্রমাগত উস্কানি দিতে থাকে তাহলে সেনাবাহিনী যোগ্য জবাব দেবে। ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস সর্বদলীয় বৈঠকে সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন। সারা বিশ্ব ভারতের এই পদক্ষেপ মেনে নিয়েছে। দেশবাসীও সার্জিক্যাল স্ট্রাইকে খুশি।