ভিডিওতে দেখুন: ৮৫ বছরের বৃদ্ধা মা-কে নির্মম প্রহার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 May 2016 05:20 AM (IST)
নয়াদিল্লি: দৃশ্যটি দেখে অনেকেই নিশ্চয়ই হতবাক। মাকে এমনভাবে কেউ মারতে পারে! কিন্তু এই ঘটনাটি অবলীলায় ঘটিয়েছে যে, সে বিন্দুমাত্র লজ্জিত নয়। বরং সকলের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে যাচ্ছে সে। দিল্লির কালকাজি এলাকার ঘটনা। ৮৫ বছরের বৃদ্ধা মাকে নির্মমভাবে মারছে ৬০ বছরের মেয়ে। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি হয় প্রতিবেশীদের ক্যামেরায়। তাঁরাই পুলিশকে ফোন করে গোটা ঘটনা জানান। পুলিশ এলে মেয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে বলা হয় মাকে। কিন্তু শত অত্যাচার সত্ত্বেও সন্তানের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানতে রাজি হননি মা। তিনি বলেন, পুরো ব্যাপারটাই পারিবারিক। মেয়ের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হোক, তা তিনি চান না। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও।