নয়াদিল্লি: দাঁত পড়ে যাওয়ায় খাবার চিবোনোর জন্য নকল দাঁতের পাটি লাগিয়েছিলেন এক বৃদ্ধ। কিন্তু সেটাই যে প্রাণঘাতী হবে কে জানত! উড়ানে নীচের পাটির নকল দাঁত শ্বাসনালিতে আটকে গিয়ে দমবন্ধ হয়ে মৃত্যু হল ৭০ বছর বয়সি ওই বৃদ্ধর।
গত ৩০ নভেম্বর মুম্বই থেকে অমৃতসর যাচ্ছিলেন জলন্ধরের বাসিন্দা ওই বৃদ্ধ। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ও ছেলে। বিমানটিতে মোট ১৭৬ জন যাত্রী ছিলেন। হঠাৎই বিপত্তি ঘটে। ওই বৃদ্ধ অসুস্থ হয়ে পড়ায় বিমানের যাত্রাপথ ঘুরিয়ে দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দরেই তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, ওই বৃদ্ধর হাইপারটেনশন, ডায়াবেটিসের মতো রোগ ছিল। ফলে শ্বাসনালিতে দাঁতের পাটি আটকে যাওয়ায় তিনি মৃতপ্রায় হয়ে যান। সেই কারণেই তাঁকে বাঁচানো যায়নি।
উড়ানে শ্বাসনালিতে আটকে গেল নকল দাঁত, মৃত্যু বৃদ্ধর
Web Desk, ABP Ananda
Updated at:
06 Dec 2017 09:34 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -