নয়াদিল্লি:  দিল্লি হাইকোর্ট থেকে আবেদন প্রত্যাহার করলেন লাভজনক পদ রাখার দায়ে সদস্যপদ খারিজ হওয়া আম আদমি পার্টির ২০ বিধায়ক।


এদিন উচ্চ আদালত থেকে খালি হাতেই ফিরতে হয় বিধায়কদের। হাইকোর্ট জানিয়ে দেয়, বর্তমান পরিস্থিতিতে বিধায়কদের কোনও প্রকার সুরক্ষা দেওয়া সম্ভব নয়। এরপরই আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন ২০ জন বিধায়ক।


বিধায়ক থাকার পাশাপাশি সংসদীয় সচিবের মত লাভজনক পদ ধরে রাখার অভিযোগ ওঠে ২০ জনের বিরুদ্ধে। যার জেরে তাঁদের বিধায়ক পদ খারিজ করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কমিশনের সুপারিশ গ্রহণ করে তাতে সিলমোহর দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেই প্রেক্ষিতে আবার গতকাল, বিধায়কদের সদস্যপদ খারিজের নির্দেশিকা জারি করে কেন্দ্র।


সদস্যপদ খারিজ হওয়া বিধায়করা জানান, নির্বাচন কমিশনের নির্দেশের বিরুদ্ধে তাঁরা দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। কিন্তু, পরবর্তীকালে, রাষ্ট্রপতি সেই নির্দেশে শিলমোহর দেওয়ায়, এখন ওই আবেদনের কৌনও বৈধতা থাকল না। তাই তাঁরা ওই আবেদন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও, একইসঙ্গে এ-ও জানিয়ে দেন, নতুন আবেদন নিয়ে উচ্চ আদালেতর দ্বারস্থ ফের হবেন।


প্রসঙ্গত, ২১ জন বিধায়কের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেন প্রশান্ত পটেল। তাঁর প্রশ্ন ছিল, বিধায়ক পদের পাশাপাশি, কী করে এই ২১ জন সংসদীয় সচিবের মতো ‘লাভজনক পদ’ ধরে রেখেছেন?


আবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতিকে মতামত জানাতে গিয়ে ২১ বিধায়কের সদস্যপদ খারিজ করার সুপারিশ করে কমিশন। এরমধ্যে, পঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য আগেই নিজের বিধায়ক পদ ছেড়ে দেওয়ায় রাজৌরি গার্ডেনের বিধায়ক জার্নেল সিংহের বিরুদ্ধে অভিযোগ নস্যাৎ হয়ে যায়।