কসৌলি: হিমাচল প্রদেশের কসৌলিতে একটি আবাসিক স্কুলের কাছে জঙ্গলে সোমবার যে আগুন লেগেছিল তা এখনও পুরোপুরি নেভেনি। এই ঘটনার জেরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।


সোমবার কসৌলি-সোলান অঞ্চলে যে স্কুলের কাছে আগুন লেগেছিল সেই স্কুলের ৬০০ জন ছাত্রকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে স্থানীয়রা বন দফতরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, আগুনে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। কালকা-সিমলা হাইওয়ের পাশে জঙ্গল থেকেও এখনও ধোঁয়া বেরোচ্ছে। সেখানে আগুন নেভেনি।

সোলানের ডেপুটি কমিশনার রাকেশ কানোয়ারের অবশ্য দাবি, বড় কোনও অগ্নিকাণ্ডের খবর নেই। সোমবার যে আগুন লেগেছিল তা নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। ছাত্ররা সবাই নিরাপদ। কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

সরকারি আধিকারিকরা বলছেন, পাইন বনে কোনওভাবে আগুন ধরে গিয়েছিল। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য প্রশাসন সতর্ক। ওই অঞ্চল দিয়েই গিয়েছে কালকা-সিমলা টয় ট্রেনের লাইন। তাই রেল প্রশাসনকেও সতর্ক থাকতে বলা হয়েছে।