বিলাসপুর: মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে একে অপরের বিরুদ্ধে লড়াই করাচ্ছে বিজেপি। এমনই অভিযোগ করলেন রাহুল গাঁধী। তাঁর দাবি, দেশের সার্বিক পরিস্থিতি খারাপ হচ্ছে এবং দলিত ও আদিবাসীদের ওপর হামলা ক্রমাগত চলছেই।
উন্নাওয়ে বিজেপি বিধায়কের বিরুদ্ধে ওঠা মহিলাকে ধর্ষণের অভিযোগ থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘নিঃস্তব্ধতা’ নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস সভাপতি। বলেন, দেশের পরিবেশ খারাপ হচ্ছে। দলিত, আদিবাসী, মহিলা ও যুবকদের ওপর হামলা হচ্ছে। যেখানেই বিজেপি ক্ষমতায় রয়েছে, সেখানেই তারা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে একে অপরের বিরুদ্ধে লড়াই করাচ্ছে।
শুক্রবার, ছত্তিশগড়ের বিলাসপুরে দলের বুথ-শ্রেণি কর্মীদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন রাহুল গাঁধী। বলেন, উত্তরপ্রদেশের এক বিজেপি বিধায়ক এক মহিলাকে ধর্ষণ করলেন। অথচ, প্রধানমন্ত্রী একটা শব্দও খরচ করলেন না। যখন কোনও প্রধানমন্ত্রী দিশা দেখান না, দেশ দিশাহীন হয়ে পড়ে।
রাহুল বলেন, যখন প্রধানমন্ত্রী উনা বা রোহিত ভেমুলা কাণ্ডে মৌন থাকেন, যখন দলিতদের ওপর হামলা হয়, তখন ওরা (অভিযুক্ত) মনে করে, যা হয়েছে ঠিক হয়েছে। একজন প্রধানমন্ত্রী দেশকে দিশা দেখান। ঠিক যেমন মুখ্যমন্ত্রী দেখান রাজ্যকে।
রাহুলের দাবি, ছত্তিশগড়ে কংগ্রেস ক্ষমতায় থাকলে, যারা মহিলা ও দলিতদের বিরুদ্ধে অপরাধ করছে, তাদের কঠোর সাজা দেওয়া হত। কেউ দেশের আইন ভাঙলে, তাদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, তার আগে, ছত্তিশগড়ে ২ দিনের সফরে রয়েছেন রাহুল। তাঁর এই সফর গুরুত্বপূর্ণ কারণ, চলতি বছরের শেষেই ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন হতে চলেছে।