চেন্নাই: গতকাল লোকসভায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট না দেওয়ায় তামিলনাড়ুর শাসক দল এআইএডিএমকে-কে মেরুদণ্ডহীন বলে আখ্যা দিল বিরোধী ডিএমকে। তাদের দাবি, কোনও স্বার্থ আছে বলেই এনডিএ-কে সমর্থন করেছে এআইএডিএমকে। তামিলনাড়ুর শাসক দলের সঙ্গে কেন্দ্রের শাসক দলের কৌশলগত বোঝাপড়া স্পষ্ট হয়ে গিয়েছে।


গতকাল গভীর রাতেই ট্যুইট করে ডিএমকে-র কার্যনির্বাহী সভাপতি এম কে স্ট্যালিন বলেছিলেন, ‘এনইইটি, ১৫-তম অর্থ কমিশন, জিএসটি, হিন্দি চাপিয়ে দেওয়া এবং সাম্প্রদায়িক রাজনীতি সত্ত্বেও আনাস্থা প্রস্তাবে মোদী সরকারকে সমর্থন করায় প্রমাণ হয়ে গিয়েছে, এডিএমকে ও বিজেপি-র মধ্যে দেওয়া-নেওয়ার চুক্তি হয়েছে।’



আজ তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘বিজেপি সরকার গণতন্ত্র, সামাজিক ন্যায় ও আঞ্চলিক স্বশাসনের বিরুদ্ধে কাজ করছে। মুখ্যমন্ত্রী (কে পালানিস্বামী) ও ডিএমকে সাংসদরা মেরুদণ্ডহীন বলেই এর বিরোধিতা করছেন না। এআইএডিএমকে একাধিকবার দাবি করেছে, শুধু কেন্দ্রীয় সরকারের সঙ্গে তামিলনাড়ু সরকারের যোগাযোগ আছে। কিন্তু গতকাল গেরুয়া দলকে সমর্থন বুঝিয়ে দিয়েছে, দু’দলের মধ্যে কৌশলগত বোঝাপড়া আছে। কয়েকদিন আগেই বিজেপি সভাপতি অমিত শাহ তামিলনাড়ুতে দুর্নীতির কথা বলেছিলেন। তারপরেই বিজেপি-কে সমর্থন করল এআইএডিএমকে।’