চেন্নাই: তামিলনাড়ু বিধানসভায় গত শনিবারের আস্থাভোটে ই পালানিস্বামীর জয় মানতে নারাজ ডিএমকে দ্বারস্থ হল আদালতের। মাদ্রাজ হাইকোর্টে সেদিনের আস্থাভোট চ্যালেঞ্জ জানাল তারা। ডিএমকে-র তরফে তাদের কৌঁসুলি তথা দলের প্রাক্তন রাজ্যসভা সদস্য আর সম্মুগাসুন্দরম আস্থাভোট বাতিলের দাবিতে পিটিশন পেশ করে দ্রুত শুনানি চান আজ। অস্থায়ী প্রধান বিচারপতি হুলুবাদি জি ও বিচারপতি আর মহাদেবনকে নিয়ে গঠিত বেঞ্চ আগামীকাল পিটিশনের শুনানি স্থির করেছে।
শনিবারের আস্থাভোটে প্রবল হাঙ্গামা হয়। মাইক উপড়ে ফেলে, চেয়ার উল্টে, কাগজপত্র ছুঁড়ে বিক্ষোভ দেখানোর অভিযোগে সভা থেকে জোর করে বের করে দেওয়া হয় প্রধান বিরোধী দল ডিএমকে-র বিধায়কদের। ওয়াকআউট করে তাদের সঙ্গীরাও। ডিএমকে-র দাবি, গোপন ব্যালটে ভোট চাই, যদিও তা মানতে রাজি হননি স্পিকার। হট্টগোলে দু-দুবার সভা মুলতুবি রাখতে হয়। শেষ পর্যন্তবিরোধীশূন্য সভাতেই ২৩৪ সদস্যের বিধানসভায় ১২২-১১ ভোটে আস্থাভোটে জেতেন পালানিস্বামী।