নয়াদিল্লি: সংস্কারের পথে হাঁটার জন্য রাজনৈতিক সদিচ্ছার অভাব নেই বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সিভিল সার্ভিস দিবসে আমলাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘রাজনৈতিক সদিচ্ছার ফলে সংস্কার হতে পারে। তবে আমলরাই কাজ করেন এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের ফলেই বদল আসে। আমাদের সবাইকে একই বিন্দুতে নিয়ে আসতে হবে। সংস্কারের জন্য রাজনৈতিক সদিচ্ছা দরকার। আমার সেটার অভাব নেই। হয়তো একটু বেশিই আছে।’
প্রথাগত পথের বাইরে গিয়ে আমলাদের একটি দল হিসেবে কাজ করে সংস্কার বাস্তবায়িত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, আমলাদের অভিজ্ঞতা যদি কাজের ক্ষেত্রে বোঝা হয়ে দাঁড়ায়, তাহলে তাঁদের নিজেদের বদল করার কথা ভাবা উচিত। ঔপনিবেশিক শাসকদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে আমলারা যে আচরণের শিক্ষা পেয়েছেন, সেটা এখনও সমস্যা সৃষ্টি করছে। এক্ষেত্রে বদল দরকার। মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তাঁদের সাহায্য করার জন্য আমলাদের সোশ্যাল মিডিয়া, ই-গভর্ন্যান্স ও মোবাইল গভর্ন্যান্স ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
সংস্কারে আমার সদিচ্ছা একটু বেশিই আছে, দাবি প্রধানমন্ত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
21 Apr 2017 04:54 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -