নয়াদিল্লি: সন্ত্রাসবাদীদের উদ্বুদ্ধ করার যে অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছে তা খারিজ করলেন বিতর্কিত ইসলামি প্রচারক জাকির নায়েক। এক বিবৃতিতে জাকির বলেছেন, তিনি কখনওই কোনও ধরনের সন্ত্রাসবাদ ও হিংসাকে সমর্থন করেননি। একইসঙ্গে সরকারের তদন্তে সব ধরনের সহযোগিতা করবেন বলেও তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশের ঢাকায় নারকীয় হামলায় জড়িত এক জঙ্গি জাকিরের ভাষণে অনুপ্রাণিত হয়েছিল বলে অভিযোগ। বাংলাদেশে ইতিমধ্যেই জাকিরের পিস টিভির সম্প্রচার বন্ধ করা হয়েছে। ভারত সরকারও তাঁর বক্তব্য খতিয়ে জাকিরের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে জাকির তাঁর বিবৃতিতে বলেছেন, তিনি কোনও ধরনের হিংসা বা সন্ত্রাসবাদকে সমর্থন করেন না। তিনি কখনও কোনও সন্ত্রাসবাদী সংগঠনকেও কোনওদিনই সমর্থন করেননি। তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করে হিংসার জন্য ব্যবহার করারও কড়া নিন্দা করেছেন জাকির।
একইসঙ্গে জাকির বলেছেন, ভারতের কোনও তদন্ত সংস্থাই এখনও তাঁর সঙ্গে যোগাযোগ করেনি বা তাঁর কাছ থেকে কোনও ব্যাখ্যা চেয়ে পাঠায়নি। তিনি আরও বলেছেন, তদন্তে তিনি যে কোনও ধরনের সহযোগিতা করতে তৈরি। তাঁর বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চলছে বলেও অভিযোগ করেছেন জাকির। তাঁর বক্তব্য বিকৃত করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
সন্ত্রাসবাদ সমর্থন করি না, তদন্তে সহযোগিতা করব: জাকির নায়েক
ABP Ananda, web desk
Updated at:
11 Jul 2016 04:07 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -