নয়াদিল্লি: আচমকা ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিল করে দেশকে ১০০ বছর পিছিয়ে দিল কেন্দ্র। এর ফলে দেশে মন্দার পরিস্থিতি তৈরি হয়েছে, কৃষক, শ্রমিকরা দুর্ভোগে পড়েছেন। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক। ফের এই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবারই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সঙ্গে এক মঞ্চ থেকে কেন্দ্রর প্রতি আক্রমণ শানিয়েছিলেন মমতা। এদিন তাঁর আরও অভিযোগ, কোনওরকম পরিকল্পনা করে স্রেফ খামখেয়ালিপনার বশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই দুই নোট বাতিল করেছে কেন্দ্র। তারপর থেকে তারা এক একদিন এক এক়রকম সিদ্ধান্তের কথা ঘোষণা করে চলেছে। আর চরম দুর্দশায় পড়েছেন মানুষ। মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ, ৭২ ঘণ্টার মধ্যে প্রকৃত কাজ করে দেখাক সরকার। সম্ভব হলে যাঁদের কালো টাকা আছে, তাঁদের ধরুক। সাধারণ মানুষ তো আর কালো টাকার কারবারি নন, তাঁদের এভাবে সমস্যায় ফেলা কেন? নরেন্দ্র মোদী সরকার বিদেশ থেকে একটাও কালো টাকা ফেরত আনতে পেরেছে কিনা, সে প্রশ্নও তুলেছেন তিনি।
মমতার আরও দাবি, বাজারে পর্যাপ্ত ৫০০ টাকার নোট আনতে হবে। তবে নতুনের সঙ্গেই চালু রাখতে হবে পুরনো ৫০০ টাকার নোট। ১,০০০ টাকার নোট বাতিল হোক, তবে সে জন্য সময় দেওয়া হোক অন্তত ৩০ ডিসেম্বর পর্যন্ত। তাঁর কথায়, ২,০০০ টাকার নোটে সমস্যা মিটবে না, বরং মার খাবেন কৃষকরা। তিনি ফের জানিয়েছেন, তাঁর এই সংগ্রাম ইগোর কারণে নয়। মানুষের পাশে থাকার জন্য এত বড় লড়াইয়ে নেমেছেন তিনি। বিরোধীদের প্রতি তাঁর আহ্বান, একসঙ্গে এই নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করুন। শনিবার এ ব্যাপারে কংগ্রেসের ডাকা বৈঠকে দলীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় থাকবেন বলেও তিনি জানিয়েছেন।
আরও পড়ুন ৩দিনের মধ্যে প্রত্যাহার করুন নোট বাতিলের সিদ্ধান্ত, না হলে আন্দোলন, কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার
৭২ ঘণ্টার মধ্যে কাজ করে দেখান, কেন্দ্রকে ফের হুঁশিয়ারি মমতার
ABP Ananda, Web Desk
Updated at:
18 Nov 2016 02:05 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -