নয়াদিল্লি: কীভাবে মোকাবিলা খরার? সংসদে খরা, জল সঙ্কট ও নদী সংযুক্তিকরণের ইস্যু নিয়ে বিতর্কের সময় বৃষ্টি নামানোর জন্য যাগ-যজ্ঞ করার প্রস্তাব দিলেন বিজেপি সাংসদ বীরেন্দ্র সিংহ। বৃষ্টির দেবতাকে তুষ্ট করতে রাজা জনকের জমি কর্ষণ করা ও যজ্ঞের আয়োজন করার পৌরাণিক কাহিনির উল্লেখ করেন তিনি।
বলেন, রাজা জনক রাজধর্ম পালন করেছিলেন। বৃষ্টি নেমেছিল। একইভাবে মোদীজীও দেশের খরার সঙ্কট মোকাবিলায় সাত লক্ষের বেশি নদী-পুষ্করিনীকে বাঁচিয়ে তোলার চেষ্টা করছেন।
বীরেন্দ্রর সওয়াল, যজ্ঞ করার পিছনে আধ্যাত্মিক, বৈজ্ঞানিক কারণও আছে। বৃষ্টির মেঘ সৃষ্টিতে সাহায্য করে যজ্ঞ। সব সাংসদকেই নিজ নিজ কেন্দ্র যজ্ঞ করার পরামর্শ দিয়ে তিনি বলেছেন, এর ফলে বৃষ্টি নামবেই।
বিজেপি সাংসদের অভিমত, উন্নয়নের নামে মানুষ নির্বিচারে পরিবেশকে ধ্বংস করছে, যার পরিণামেই খরা হচ্ছে। তাঁর আরও প্রস্তাব, কেন্দ্র ও রাজ্য সরকারগুলি ধনী মানুষদের কুয়ো, জলাধার খুঁড়তে অর্থ দান করার নির্দেশ দিক। এতে খরার সময় জল মিলবে।
খরা মোকাবিলায় বৃষ্টির জন্য এমপিদের যজ্ঞ করার পরামর্শ বিজেপি সদস্যের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 May 2016 03:18 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -