নয়াদিল্লি: আপনারা কি বিশ্ববিখ্যাত স্থাপত্য তাজমহল ধ্বংস করতে চান? আজ একটি মামলার শুনানি চলাকালীন কেন্দ্রীয় সরকারকে এমনই প্রশ্ন করল সুপ্রিম কোর্ট।
মথুরা ও দিল্লির মধ্যে অতিরিক্ত রেললাইন বসানোর জন্য সুপ্রিম কোর্টের কাছে ৪৫০টি গাছ কাটার অনুমতি চাওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে বিচারপতি মদন বি লোকুর ও দীপক গুপ্তর বেঞ্চ বলেছে, ‘তাজমহল একটি বিশ্ববিখ্যাত স্মৃতিস্তম্ভ। সরকার কি এটা ধ্বংস করতে চায়? আপনারা কি তাজের সাম্প্রতিক ছবি দেখেছেন? ইন্টারনেটে সেই ছবি দেখুন। আপনারা চাইলে হলফনামা বা আবেদনপত্র দিয়ে বলতে পারেন, ভারত সরকার তাজ ধ্বংস করতে চায়।’
পরিবেশবিদ এম সি মেহতা সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে বলেন, দূষিত গ্যাস এবং গাছ কাটার ফলে তাজমহল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাজমহল রক্ষা করার জন্য সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করা উচিত। অন্যদিকে সরকার অতিরিক্ত রেল লাইন পাতার জন্য গাছ কাটার অনুমতি চাইছে। সুপ্রিম কোর্ট এর আগেও তাজমহল রক্ষা করার জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল। আজ ফের বিচারপতিরা বুঝিয়ে দিয়েছেন, এই স্থাপত্য রক্ষা করার পক্ষেই তাঁরা। আগামী মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে।
আপনারা কি তাজমহল ধ্বংস করতে চান? কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
Web Desk, ABP Ananda
Updated at:
17 Aug 2017 06:44 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -