অশরীরী শক্তির ভর! অচৈতন্য মহিলার জ্ঞান ফেরাতে চড়-থাপ্পড় ডাক্তারের, শুরু তদন্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Jun 2017 05:06 PM (IST)
জয়পুর: এক মহিলার ওপর নাকি অশরীরী শক্তির ভর হয়েছে। সেই শক্তির প্রভাবে তিনি জ্ঞান হারিয়েছেন। পরে তাঁর চিকিত্সার জন্যে সেই মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হলে,ডাক্তাররা বৈজ্ঞানিক পদ্ধতিতে চিকিত্সার বদলে, অজ্ঞান মহিলাকে চড়-থাপ্পড় মারা শুরু করেন। এই ঘটনা জানার পরই তদন্তের নির্দেশ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত চিকিত্সককে অ্যাওয়েটিং পোস্টিং অর্ডারে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের বার্মের জেলায়। হাসপাতাল সূত্রে খবর, তাঁরা খতিয়ে দেখছেন, কেন কোনও ধরনের বৈজ্ঞানিক পদ্ধতিতে মহিলার চিকিত্সা করা হল না। এই ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তবে মহিলার পরিবারের তরফে এই ঘটনার প্রেক্ষিতে কোনও সরকারি অভিযোগ কোথাও দায়ের করা হয়নি।