রাজধানীতে তিনজন মহিলাকে পরপর ধাক্কা দিল চিকিৎসকের গাড়ি, মৃত ১
ABP Ananda, Web Desk | 13 Dec 2018 01:41 PM (IST)
নয়াদিল্লি: মধ্য দিল্লিতে এক চিকিৎসকের গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক পথচারী। ২ জন জখম হয়েছেন। দুর্ঘটনার পর চিকিৎসক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছিলেন, পুলিশ তখন তাঁকে গ্রেফতার করে। রানি ঝাঁসি রোড উড়ালপুলের কাছে মঙ্গলবার ঘটেছে এই দুর্ঘটনা। মৃত মহিলার নাম শান্নো দেবী, বাকি দুই আহত হলেন কৃপালী দেবী ও গীতা। দুজনেরই বয়স পঞ্চাশের কোঠায়। আহতদের তখনই স্থানীয় বড়া হিন্দু রাও হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে শান্নো দেবীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি দুজনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ওই ৩ মহিলা সদরবাজারের একটি কারখানায় কাজ করতেন। বাড়ি ফেরার সময় অম্বুজ গর্গ নমে ওই চিকিৎসকের গাড়ি তাঁদের ধাক্কা মারে। অম্বুজ স্যার গঙ্গারাম হাসপাতালে কর্মরত। দুর্ঘটনার পর গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন তিনি কিন্তু কয়েক মিটার যেতে না যেতে পুলিশ গ্রেফতার করে তাঁকে। দুর্ঘটনার আগে তাঁর নেশাগ্রস্ত থাকার কোনও প্রমাণ মেলেনি।