সাতনা: পেটের অস্ত্রোপচার করে চুলের গোছা, পেরেকের মতো নানা অদ্ভূত জিনিষ মাঝেমধ্যেই উদ্ধার করেন চিকিত্সকরা। এবার মধ্যপ্রদেশের রেওয়া জেলায় এক ব্যক্তির পেটে অস্ত্রোপচার করে ৫ কেজি লোহা, চেন, ২৬৩ কয়েন ও বেশ কয়েকটা দাড়ি কামানোর ব্লেড উদ্ধার করে একইভাবে চমকে গেলেন ডাক্তারেরা। চিকিত্সকরা জানিয়েছেন, যে ব্যক্তির ওপর অস্ত্রোপচার করা হয়েছে, তিনি মানসিকভাবে সুস্থ নন।
৩২ বছরের মহম্মদ মাকসুদ, সাতনা জেলার সোহাভালের বাসিন্দা। গত ১৮ নভেম্বর আচমকা পেটে মারাত্মক যন্ত্রণার কথা জানানোয় তাঁকে সঞ্জয় গাঁধী মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গিয়ে পেটের নানা পরীক্ষা এবং এক্স-রে করার পরই পেটে যন্ত্রণার আসল কারণ জানা যায়, জানিয়েছেন হাসপাতালের চিকিত্সক প্রিয়াঙ্ক শর্মা। ওই ডাক্তারই জানিয়েছেন, ছ জন চিকিত্সকের একটি দল অস্ত্রোপচার করে ১০-১২টি দাড়ি কামানোর ব্লেড, চারটে বড় ছুঁচ, একটা চেন, ২৬৩টি কয়েন, বেশ কয়েকটা কাঁচের টুকরো উদ্ধার করেন। তবে এই অস্ত্রোপচারের আগে ছ মাস সাতনায় চিকিত্সা চলেছে ওই ব্যক্তির। আপাতত ওই ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল।
অস্ত্রোপচার করে মধ্যপ্রদেশের এক ব্যক্তির পেট থেকে বেরলো ৫ কেজি লোহা, চেন, ২৬৩ কয়েন, শেভিং ব্লেড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Nov 2017 04:14 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -