নয়াদিল্লি: পাকিস্তানের জেলে বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় কুলভূষণ যাদবকে দেশে ফিরিয়ে আনা উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বললেন মনীশ তেওয়ারি। মোদী সরকার কুলভূষণকে ফেরানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ কিনা, সেই প্রশ্ন তুলেছেন এই কংগ্রেস নেতা। গতকালই ইসলামাবাদে পাকিস্তান বিদেশমন্ত্রকে কঠোর নিরাপত্তায় কাচের দেওয়াল তোলা ঘরে কুলভূষণের সঙ্গে তাঁর মা ও স্ত্রীকে দেখা করতে দেয় ইসলামাবাদ। ভারতীয় নৌবাহিনীর এই প্রাক্তন কমান্ডারকে চরবৃত্তি, নাশকতার অভিযোগে দোষী সাব্যস্ত করে গত এপ্রিলে মৃত্যুদণ্ড দেয় পাক সামরিক আদালত। তবে ভারতের হস্তক্ষেপে তার পরের মাসেই আন্তর্জাতিক ন্যয় আদালত কুলভূষণের মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত রেখেছে। কুলভূষণের ছবি দিয়ে তেওয়ারি ট্যুইট করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, এই লোকটিকে ঘরে ফিরিয়ে আনা দরকার। কিন্তু আপনার সরকারের কি এজন্য যা করা প্রয়োজন, সে ব্যাপারে সদিচ্ছা আছে? পাকিস্তানের দাবি, অশান্ত বালুচিস্তান থেকে তাদের নিরাপত্তাবাহিনী কুলভূষণকে গ্রেফতার করে। তিনি ইরান থেকে সেখানে ঢুকেছিলেন। কুলভূষণের কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট পাওয়া গিয়েছে, যাতে তাঁর উল্লেখ রয়েছে জনৈক হুসেন মুবারক প্যাটেল, এই পরিচয়ে। পাল্টা ভারতের দাবি, কুলভূষণ নৌবাহিনী থেকে অবসর নিয়ে ব্যবসার সূত্রে ইরানে আসা-যাওয়া করতেন। সেখান থেকে তাঁকে অপহরণ করা হয়।