কয়েকদিন আগেই আমেরিকাকে কড়া বার্তা দিয়ে পরমাণু পরীক্ষা করেছে কিমের দেশ। ভারতও তাঁর এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করে কিমকে এ ধরনের পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আবেদন করেছে। ভারতের বক্তব্য, এধরনের পরীক্ষায় বিস্তীর্ণ অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা মার খাবে। কেন তাঁর মতো বিতর্কিত নেতাকে তুলে ধরে সিপিএমের পোস্টার, প্রশ্ন তুলেছে বিজেপি। কেরলে দীর্ঘদিন ধরেই হানাহানি, সংঘাত চলছে সিপিএম, বিজেপি-আরএসএসের। দুপক্ষেরই লোকজন হতাহত হয়েছেন।
সেই প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার ছবি সহ সিপিএমের পোস্টারকে নিশানা করে বিজেপি বলেছে, সিপিএম কি এবার কেরলে তাদের ও আরএসএসের দপ্তরেও কিমের মতো 'ক্ষেপণাস্ত্র হামলা' করবে? বিজেপি মুখপাত্র সম্বিত মহাপাত্র ট্যুইট করেছেন, বাম দলটি যে কেরলকে বিরোধীদের বধ্যভূমিতে পরিণত করেছে, এতে বিস্ময়ের কিছু নেই! আশা করি, বামেরা আরএসএস, বিজেপি অফিসে মিসাইল ছোঁড়াকে তাদের পরবর্তী এজেন্ডা করবে না।