এর্নাকুলাম: নাম তার মৌলি। বৃদ্ধ স্বামী স্ত্রী তাকে ঘরে নিয়ে আসেন, যখন সে শিশু। তখন থেকে সে-ই দেখাশোনা করেছে ওই দম্পতিকে। এবারও নিজের কাজে ফাঁকি দিল না মৌলি। জীবন দিয়ে বাঁচিয়ে দিয়ে গেল ওই স্বামী স্ত্রীর প্রাণ।
কেরলের এর্নাকুলামে গোখরোর সঙ্গে লড়ে নাঙ্গেলিল গঙ্গাধরন ও তাঁর স্ত্রীকে রক্ষা করেছে তিন বছরের ড্যাশুন্ড মৌলি। গোখরোটিকে সে ঢুকতে দেখে বাড়ির মধ্যে। চিৎকার করে সবাইকে সতর্ক করতে থাকে সে। একইসঙ্গে ঝাঁপিয়ে পড়ে সাপের ওপর।
পোষা কুকুরের গলার ডাক কেমন যেন অদ্ভুত শোনায় বেরিয়ে আসেন গঙ্গাধরন দম্পতি। কিন্তু মৌলি রাস্তা আটকায় তাঁদের। চিৎকার করতে করতে সে লড়তে থাকে সাপের সঙ্গে। আধঘণ্টা ধরে চলে এই লড়াই। শেষে দেখা যায়, মৌলির কামড়ে ক্ষতবিক্ষত হয়ে প্রাণ হারিয়েছে ৫ ফুট লম্বা বিষধর। প্রায় সঙ্গে সঙ্গেই মারা যায় মৌলিও, তার সারা শরীরে ছড়িয়ে পড়েছিল সাপের বিষ।
১ মাসের শিশুকে সন্তানস্নেহে বড় করে তুলেছিলেন বৃদ্ধ দম্পতি। প্রাণ দিয়ে সেই ভালবাসার মূল্য চুকিয়ে দিয়ে গেল সে।
কেরলে বৃদ্ধ দম্পতিকে বাঁচাতে গোখরোর সঙ্গে মৃত্যু পর্যন্ত লড়ল পোষা কুকুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Mar 2017 04:53 PM (IST)
প্রতীকী ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -