ভোপাল: মধ্যপ্রদেশের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা যে কতটা ভয়াবহ তার জ্বলন্ত প্রমাণ রেখে গেল রায়গড়ের সরকারি হাসপাতালের ঘটনা। এক ৭০ বছরের মহিলার দেহ সেখানে ছিঁড়ে খেল কুকুর। ১০ মাসেরও কম সময়ে এমন পঞ্চম ঘটনা ঘটল এ রাজ্যে।
ওই রোগিণীর নাম বিসমিল্লাহ বাঈ। কদিন ধরেই দুর্গন্ধ পাচ্ছিলেন হাসপাতালের রোগী ও চিকিৎসকরা। গন্ধের উৎস সন্ধানে গিয়ে হাসপাতালের সাফাই কর্মীরা দেখেন, হাসপাতালের পিছনে ওই রোগিণীর দেহ। শুধু তাঁর মাথা ও শরীরের ওপরের কিছু অংশই অবশিষ্ট ছিল, বাকিটা ছিঁড়ে খেয়েছিল কুকুরের পাল। কুকুরের হামলার সময় তিনি বেঁচে ছিলেন কিনা, জানা যায়নি।
দেখা যাচ্ছে, ঝোপঝাড়ের ভেতর দিয়ে ৫ থেকে ৭ ফুট টেনে নিয়ে যাওয়া হয় দেহটিকে।
আরও অদ্ভূত ব্যাপার, বিসমিল্লাহ যে নিখোঁজ ছিলেন, তা হাসপাতাল কর্তৃপক্ষ জানতই না। শেষে রবিবার এভাবে উদ্ধার হল তাঁর দেহ।
মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে রোগীর দেহ ছিঁড়ে খেল কুকুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Mar 2017 08:47 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -